সম্মাননা

টি আলী স্যার সম্মাননা পদক

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২

ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ,১৫ নভেম্বর ২০২২ সিলেট জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৫জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২ ও সিলেট বিভাগের ১৯ জন শিক্ষককে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়।
সিলেট শহরের বন্দরবাজার রাজা জিসি হাইস্কুলের হলরুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের সম্মানিত করা হয়।
গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ শিক্ষকদের হাতে সম্মাননা পদক তুলে দেন।

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২ প্রাপ্ত ৫জন শিক্ষক হলেন-
• মো. আব্দুর রাজ্জাক (উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়, সিলেট সদর,শিক্ষকতা কাল-১৯৬৭-২০১৬)। উপজেলা:সিলেট সদর ।
• সাদ ওবায়দুল লতিফ চৌধুরী (কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট সদর। শিক্ষকতা কাল ১৯৬৫-২০০৮ )। সিলেট সদর।
• হাজী ময়ুব আলী (ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয় ফেঞ্চুগঞ্জ। শিক্ষকতা কাল- ১৯৭৭-২০১৯)।উপজেলায়:ফেঞ্চুগঞ্জ।
• মো. মজির উদ্দিন আনসার(দাসউরা উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার, শিক্ষকতা কাল : ১৯৮৩-২০১৬)। উপজেলা: বিয়ানীবাজার।
• আকরাম আলী(বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়,জকিগঞ্জ। শিক্ষকতা কাল : ১৯৭৯-২০০৭)। উপজেলা:জকিগঞ্জ

বিশেষ সম্মাননা পদক ২০২২:

বিশেষ সম্মাননা পদক প্রাপ্ত সিলেট জেলার ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক হলেন-
মো. রমজান আলী, মো. আব্দুল মুক্তাদির, রজত চক্রবর্ত্তী, মিছবাহ উদ্দিন, মো. ইসলাম উদ্দিন, মো. মাহতাব উদ্দিন, প্রমোদ চন্দ্র দে কানু, মোহাম্মদ আছমত আলী, বিন্দু মাধব ভট্টাচার্য, ধীরেন্দ্র কুমার নাথ, ফয়জুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. সামছুদ্দিন, মো. শুয়াইব আলী, মো. সিরাজুর রহমান, মো. হুসাইন আহমদ, শৈলেন্দ্র চন্দ্র দাশ ও সুভাষ রঞ্জন তালুকদার।

অতিথিবৃন্দ সম্মাননা প্রাপ্ত মোট ২৪জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা পদক, ফ্রেমবন্দি বায়োগ্রাফি এবং নগদ অর্থ তুলে দেন।