টি আলী স্যার ফাউন্ডেশন
সমাজে সবচেয়ে শ্রদ্ধার ও আলোকিত মানুষ হলেন- শিক্ষক।মূলত তাদের আদর্শিক আলোয় আমরা ব্যক্তি ও সমাজে অবদান রাখলেও অবসর নেওয়ার পর এসব শিক্ষকদের কেউ আর খোঁজ খবর নেয়না। বার্ধক্য, আর্থিক অনটনসহ নানা সমস্যায় দিন পার করেন এসব শিক্ষকরা।
টি আলী স্যার ফাউন্ডেশন শিক্ষকদের কল্যাণে ২০১৯ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত একটি চ্যারিটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে ফাউন্ডেশন আর্থিকভাবে অস্বচ্ছল, অসুস্থদের সহায়তা, অবসরকালীন সময়কে আনন্দময় করতে শিক্ষার্থীদের সাথে একটি হার্দিক সম্পর্ক অটুট রাখার লক্ষ্যে নানা রকম সৃজনশীল উদ্যোগ এবং সামাজিকভাবে শিক্ষাগুরুদের সর্বোচ্চ সম্মান জানানো উদ্যোগ নিতে শিক্ষার্থীদের মধ্যে সচেতন ও অনুপ্রেরণা দান।
টি আলী স্যার ফাউন্ডেশন ২০২০ সাল থেকে সিলেট বিভাগে আদর্শ শিক্ষকদের নিয়ে কাজ শুরু করে।
ফাউন্ডেশন ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে টি আলী স্যার সম্মাননা পদক এবং বিশেষ সম্মাননা পদক প্রদান করছে।
ফাউন্ডেশন অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবনী লিখে তা সংবাদপত্রে প্রচার এবং লেখাটি ফ্রেমবন্দি করে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের হাতে শ্রদ্ধার সাথে প্রদান করে থাকে।
ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের ১৫ নভেম্বর সিলেট জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৫জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২ ও সিলেট বিভাগের ১৯ জন শিক্ষককে টি আলী স্যার সম্মাননা দেওয়া হয়।
টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদকটি প্রাথমিকভাবে সিলেট বিভাগ এর কৃতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রদান করা হয়। তবে ফাউন্ডেশনের এই কার্যক্রম ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে বিস্তৃত করা হবে।
৬ সদস্য বিশিষ্ট ফাউন্ডার কর্মকর্তারা হলেন- আহবায়ক :ফয়সল আহমদ রুহেল, যুগ্ম আহবায়ক-ছরওয়ার আহমদ। সদস্যবৃন্দ – বদরুল ইসলাম,নজরুল ইসলাম তাপাদার,মো: নুরুজ্জামান জামান ও আনোয়ারুল ইসলাম অভি ।
ফাউন্ডেশনের বাংলাদেশ সমন্বয়ক এর দায়িত্বে আছেন-সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট বিভাগ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কবির খান।
টি আলী স্যার ফাউন্ডেশন তাদের সকল কার্যক্রম সচেতনভাবেই শিক্ষকদের সম্মান এবং সমাজে তাদের অনুকরণীয় ও আলোকিত অর্জনের দিকগুলো বিবেচনায় রেখে সমাজে অগণিত শিক্ষার্থীদের মাঝে প্রেরণাদায়ী আলোর বার্তা দিতে কাজ করে থাকে। ‘সহায়তা‘ বা ‘দান’ নামে শিক্ষকদের নাম ও ছবি যুক্ত কোন সংবাদ প্রকাশ বা প্রচার করে না।
প্রসঙ্গত তজম্মুল আলী একজন মানুষ গড়ার কারিগর। ভালোবেসে তাঁর অগণিত ছাত্রছাত্রীরা নাম রাখেন- টি আলী স্যার। ২০১৯ সালে শিক্ষকদের কল্যাণে তার নামেই যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে -টি আলী স্যার ফাউন্ডেশন।
টি আলী স্যার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলঢুপে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি হোস্টেল সুপারের মত গুরু দায়িত্বও পালন করেন।
এই গুণী শিক্ষক ২০০০ সালের ২৮ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।